হুজ্জাতুল ইসলাম মাওলানা মুহাম্মদ মুনীর হুসাইন খান
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বাহ্ কি চমৎকার ! 'এক হাতে অসি আরেক হাতে মসি ' ----- এমনটাই হবে আগামী দিনের মার্কিন স্কুল টিচার ( মার্কিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ) !!!! ভবিষ্যত মার্কিন বিদ্যালয় শুধু বিদ্যাপীঠই হবে না , সেগুলো হবে সশস্ত্র শিক্ষা কেন্দ্রও ।
সেখানে স্কুল ছাত্র ছাত্রীরা এক ধরনের ভয় ভীতি , থ্রিল , উদ্বেগ , উত্তেজনা ও উৎকণ্ঠার মধ্য দিয়ে ক্লাসে উপস্থিত হবে । তারা স্কুলে অসি - মসির কসরত দেখবে । সশস্ত্র শিক্ষক শিক্ষিকাকে পাবে তারা । খালি উদ্বেগ উৎকণ্ঠা হলো গিয়ে তখন যখন সশস্ত্র শিক্ষক/শিক্ষিকা শিক্ষার্থীদের ওপর রেগে গিয়ে গুলি করে না বসে !! আগে ছাত্র ছাত্রীরা পড়া না পারলে বা ঠিক মত পড়াশোনা না করলে ,দুষ্টুমি বা স্কুল ফাঁকি দিলে শিক্ষক শিক্ষিকার বকা ঝকা খেত বা বড় জোর কিছু শারীরিক শাস্তি যেমন : বহু ক্ষেত্রে কান মলা, কিল - চড় , বেত্রাঘাত খাওয়া , নিল ডাউন ইত্যাদি ধরনের শাস্তি ভোগ করত । এখন কি অনেক ক্ষেত্রে এ সব কাজ করলে মার্কিন স্কুল ছাত্র ছাত্রীরা শিক্ষক - শিক্ষিকার গুলি খাবে না তো ?!!
বলা হয়েছে যে স্কুলে নিরাপত্তার জন্য স্কুল শুটিং ( মার্কিন স্কুল সমূহে গোলাগুলি ও হত্যাযজ্ঞ ) ঠেকানো বা আত্মরক্ষার জন্য শিক্ষকদের সশস্ত্র করা হবে । অনেক সময় ভুল বুঝাবুঝি অথবা গুজবে আতঙ্কগ্রস্ত হয়ে সশস্ত্র শিক্ষক শিক্ষিকা যদি গুলি ছোড়ে তখন অবস্থা কেমন হবে ? !
যা হোক এটা মার্কিনীদের নতুন উদ্যোগ । আর যে দেশে আগ্নেয়াস্ত্র কেনাবেচা , রাখা ও বহন করার অবাধ স্বাধীনতা আছে সে দেশের স্কুল গুলোয় সশস্ত্র শিক্ষক শিক্ষিকার নিয়োগ দান কেন বিরূপ বিদ্রুপাত্মক দৃষ্টিতে দেখতে হবে ? ! বরং এটাই তো স্বাভাবিক । পশ্চিমা বিশেষ করে মার্কিনীদের কাছ থেকে বিশ্ব সর্বশেষ (লেটেস্ট )যে বিষয়টা শিখবে তা হচ্ছে সশস্ত্র বিদ্যালয় ও সশস্ত্র স্কুল টিচার । আর তাহলে এটা মডার্নিটিকে ডিঙ্গিয়ে পোস্ট মডার্নিটিতে উত্তরণ নয় কি ?!!!